ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন।তারা হলেন- এনটিভির ক্যামেরা পারসন মাসুদ রানা ও একাত্তর টেলিভিশনের ক্যামেরা পারসন মো. নূরুজ্জামান। ভাঙচুর করা হয়েছে এনটিভির ক্যামারা। আহত মাদুস রানাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।প্রদ্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গৌরীপুর পৌরসভার শেখ লেবু সরকারি প্রাথিমক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. শফিকুল ইসলাম হবি ও বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সমর্থকরা কেন্দ্রের সামনে দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় নির্বাচনী দায়িত্বে থাকা সংবাদকমর্কীরা ঘটনাস্থলে গেলে এনটিভি ও একাত্তর টিভির ক্যামারে পারসনের ওপর হামলার ঘটনা ঘটে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছেন।