সংবাদ বিজ্ঞপ্তিঃ সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিএসসি ,নারায়ণগঞ্জ) । ২৮ জানুয়ারি ভোরে কাঁচপুর সিএনজি এন্ড রিফিউলিং সেন্টারের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় ফেনসিডিল পাচারের দায়ে মোঃ রুবেল হোসেন (২৮)কে। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।