সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাশ বহনের জন্য মসজিদে খাটিয়া হস্তান্তর করলো সেবাধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | ৯:১৫ অপরাহ্ণ

লাশ বহনের জন্য মসজিদে খাটিয়া হস্তান্তর করলো সেবাধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন

আর্ত মানবতার সেবায় নিয়োজিত সম্পূর্ন অ-রাজনৈতিক সেবাধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন,এর উদ্যোগে, ১১-১-২০২৪- তারিখে। বৃহস্পতিবার নরসিংদী জেলার শিবপুর থানাধীন দুলালপুর দরগাবন্দ গ্রামের ভূঁইয়া বাড়ি জামে মসজিদে লাশ বহনের ২টি ষ্টীলের খাটিয়া প্রদান করা হয়। প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদীর প্রতিষ্ঠাকালীন সদস্য আতিক শিকদার সবুজ এবং মো: হানিফ খান মসজিদ কমিটির নিকট ফাউন্ডেশনের পক্ষে খাটিয়া দুটি হস্তান্তর করেন। এই সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসীরা জানান যে, ইতিপূর্বে এলাকায় কেউ মারা গেলে তাদের মসজিদে লাশ গোসলের খাটিয়া ও লাশ বহনের খাটিয়া না থাকায় অনেক দুর থেকে খাটিয়া সংগ্রহ করতে হতো। ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি ষ্টীলের খাটিয়া উপহার পাওয়ায় গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেন। প্রত্যাশা ফাউন্ডেশন, নরসিংদী নামে সম্পূর্ন অ-রাজনৈতিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানটি ১লা জানুয়ারী ২০২৪ সালে কয়েকজন পরোপকারী ও প্রচারবিমুখ যুবকদের সমন্বয়ে গঠিত হয়। ইতিপূর্বে গরীব ও হক দারদের মাঝে শীতের কম্বল বিতরন কর্মসূচিতে এই সংগঠনটি প্রায় ৩০০ জন ব্যক্তির মাঝে সামগ্রী বিতরন করেছেন। এই সংগঠনের সদস্যরা বিনা মূল্যে রক্তদান, দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা ও পড়াশোনার খরচ প্রদান সহ ফ্রি মেডিকেল ক্যাম্প, বিধবা ও এতিমদের জন্য টিউবওয়েল বিতরন, বেওয়ারিশ ও গরীব মৃত ব্যক্তির দাফনের খরচ বহন, গরীব পরিবারের কন্যা সন্তানদের বিবাহের খরচ বহন, দূর্যোগকালীন ত্রান বিতরন, বয়স্কদের আরবি ও বাংলা শিক্ষা প্রদান, বৃক্ষরোপন সহ অসহায় ও ছিন্নমূল পশু পাখিদের মাঝে খাদ্য বিতরন ও চিকিৎসা প্রদান সহ যাবতীয় সেবাধর্মী কর্মকান্ড পরিচালনা করে আসছেন। সংগঠনের সদস্য হানিফ খান ও আতিক শিকদার সবুজ জানান ইনশাহআল্লাহ আগামীতে তারা এই সংগঠনের মাধ্যমে গরীব ও সুবিধা বঞ্চিত মানুষদের ফ্রি এম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করবেন। এই সংগঠনের সদস্যরা নিজেদের মধ্য থেকে চাঁদা সংগ্রহ করে সেবাধর্মী কর্মকান্ড পরিচালনা করে আসছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন