নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মুসাপুর ইউপি চেয়ারময়ান মাকসুদ আহমেদ, বন্দর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম প্রমুখ।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছলিমা হোসেন শান্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাসির, বি.এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, হাজী ইব্রাহীম আলমচাঁন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হালিম মাজহারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশীদ অভিযোগ করেন, আইনশৃংখলার সভায় যা আলোচনা বা সিদ্ধান্ত হয় তার কোন বাস্তবায়ন হয় না। যার ফলে মদনপুরে দীর্ঘদিন যাবত চাঁদাবাজী অব্যাহত আছে। এখন থেকে আইনশৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত গুলো মনিটরিং করা হবে বলে তিনি জানান।