স্টাফ রিপোর্টার: স্বাধীনতার পরবর্তিকালে পরিবহন শ্রমিকদের নয়নমণি শ্রমিক নেতা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের ২২তম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া শেষে কুলখানির আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নতুন পালপাড়া এলাকার নিজ বাস ভবনে পরিবারের পক্ষ থেকে এ কুলখানিতে সিটি করপোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিবহন শ্রমিক নেতা আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, প্রয়াত আমিনুল ইসলাম সুযোগ্য সন্তান মোঃ শফিকুল ইসলাম লিটন, শহিদুল ইসলাম ফারুক, জহিরুল ইসলাম মুকুল, ফয়জুল ইসলাম রুবেল, রাসেল ইসলাম আরিফ, মোঃ রবিন ইসলাম। হোসিয়ারী মালিক সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিঠু ও প্রয়াত আমিনুল ইসলামের নাতি ফয়সাল ইসলাম বিশাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।