শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে নববধু ঝুমুর নিখোঁজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ২:০৭ অপরাহ্ণ

বন্দরে নববধু ঝুমুর নিখোঁজ

বন্দর প্রতিনিধি:  বন্দরে বিয়ের এক সাপ্তাহ না যেতে পিত্রালয়ে বেড়াতে এসে নববধূ ঝুমুর(১৯) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫ অক্টোবর রোববার  ভোরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় এ ঘটনাটি ঘটে। নববধূ নিখোঁজের ঘটনার ৪ দিন পর গত ৩০ অক্টোবর শুক্রবার  নববধূর মা সালেহা বেগম বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ১১৫১।

এলাকাবাসী গনমাধ্যমকে জানায়, গত ১৬ই অক্টোবর আমার মেয়ে ঝুমুরকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের এক সপ্তাহ পর  ঝুমুর তার স্বামী নিয়ে  নিজের পৈত্রিক বাড়িতে  বেড়াতে আসেন।  গত ২৫ অক্টোবর ভোরে স্বামী ফজরের নামাজ পরার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে ওই সময় নববধূ ঝুৃমুরকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে আমাদের ধারনা নববধূ ঝুমুর প্রেমের টানে প্রেমিকের হাতধরে অজনা উদ্দেশ্যে পালিয়ে গেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন