শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায়  নৌ দূর্ঘটণায় নিখোঁজ আবু হানিফ এর ভাসমান মরদেহ উদ্ধার

শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ২:০৬ অপরাহ্ণ

শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায়   নৌ দূর্ঘটণায় নিখোঁজ আবু হানিফ এর ভাসমান মরদেহ উদ্ধার

বন্দর প্রতিনিধি:  বন্দর ১ নং খেয়াঘাটে নৌ দূর্ঘটণায় নিখোঁজ হোসিয়ারী ব্যবসায়ী তিন সন্তানের জনক আবু হানিফ হাওলাদার (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে নৌ ফাড়ী পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় বন্দরের রুপালী এলাকার শীতলক্ষ্যা নদীর পার হতে ভাসমানবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নৌ ট্রাফিক পুলিশ ফাড়ীর এস. আই. মোঃ ইউনুছ মুন্সী মরদেহের সুরতহাল প্রস্তু করে ময়না তদন্তের জন্য মরাদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পিতা মোঃ জব্বার হাওলাদার জানান, শরিয়তপুর জেলার নড়িয়া থানার দেওজরী গ্রামে তাদের স্থায়ী নিবাস।

দীর্ঘ বছর ধরেই তারা নারায়ণগঞ্জে বসবাস এবং ব্যবসা করেন। তার ছেলে আবু হানিফ স্ত্রী ও ২ ছেলে ১ মেয়েসহ বন্দর উইলসন রোড এলাকার মোঃ হাসানের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। গত বৃহস্পতিবার রাতে নন্দীপাড়াস্থ হোসিয়ারী থেকে বাসায় আসার পথে ১ নং খেয়াঘাটের নৌকায় নদী পাড় হওয়ার সময় বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় আবু হানিফ। এছাড়া ওই দূর্ঘটণায় আহত বন্দরের দড়িসোনাকান্দা এলাকার মৃত চান মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় চাষাড়াস্থ ইসলামী হার্ড ফাউন্ডেশন হাসপাতালে শুক্রবার রাত ২ টায় মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত খলিলুর রহমান বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের মামা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন