শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধলেরশ্বরী নদী থেকে অবৈধ কারেন্টজাল ও ট্রলারসহ  গ্রেফতার-৩

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | ৪:৫৯ পূর্বাহ্ণ

ধলেরশ্বরী নদী থেকে অবৈধ কারেন্টজাল ও ট্রলারসহ  গ্রেফতার-৩

বন্দর প্রতিনিধি: কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ শীতলক্ষ নদী মহানার ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও একটি কাঠের ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলারসহ ৩ জেলেকে আটক করেছে। ২৮ অক্টোবর বুধবার বেলা পৌনে ১২টায় ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে উক্ত কারেন্টজাল ও ইঞ্জিন চালিত ট্রলারসহ এদেরকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে আটককৃত তিন জেলের বিরুদ্ধে বন্দর থানায় মৎস রক্ষা ও সংরক্ষন আইনে এ মামলা রুজু করেন। আটককৃত জেলেরা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইসপানির চর এলাকার আজিজ মিয়ার ছেলে পারভেজ হোসেন (২৯) একই এলাকার শহিদুল ইসলামের ছেলে নাসির মোল্লা (২৫) ও মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২০)। পরে নৌ-পুলিশ আটককৃত তিন জেলেকে বুধবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, আমি সহ আমার সঙ্গীয় র্ফোস শীতলক্ষা নদী ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার শীতলক্ষা নদী মহনার ধলেশ্বরী নদীতে মা ইলিশ সংরক্ষন করার খবর পাই। উক্ত সংবাদের ভিত্তিতে আমার দ্রুত ঘটনাস্থলে এসে ৫ হাজার মিটার কারেন্ট জাল যার মূল্য ১ লাখ টাকা ও ১টি কাঠের ইঞ্জিন চালিত ট্রলারসহ উল্লেখিত তিন জেলেকে আটক করতে সক্ষম হই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন