শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে ইলিয়াছ হত্যার বিচার দাবিতে জিওধারায় মানববন্ধন

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ | ৪:০৯ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে ইলিয়াছ হত্যার বিচার দাবিতে জিওধারায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: ইলিয়াছ হত্যার প্রতিবাদে শুক্রবার বিকাল ৪টায় বন্দর জিওধারায় বৈরী আবহাওয়ার মধ্যদিয়ে ঝড় বৃস্টি উপেক্ষা করে জিও ধারা বাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়।
শুক্রবার বিকাল বাদ আছর বন্দর জিওধারায় ইলিয়াছ হত্যার সুষ্ঠ তদন্ত ও বাকি আসামীদের গ্রেফতারের দাবিতে মানব বন্ধন আয়োজন করে ইলিয়াছের পরিবার সহ জিওধারাবাসী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহম্মেদ সেন্টু,দৈনিক দেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি খোন্দকার মাসুদুর রহমান দিপু, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মানব বন্ধনে বক্তারা ইলিয়াছ হত্যার আসামীদের গ্রেফতারের দাবি সহ মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তরের দাবি জানান। বক্তারা আরো বলেন ইলিয়াছ হত্যার ১২দিন অতিবাহিত হতে চলছে কিন্তু পুলিশ প্রশাসনের নিরব ভুমিকা আজ সকলের কাছে প্রশ্নবিদ্ধ। মাস্টার মাইন ও ইলিয়াছ হত্যা মামলার প্রধান আসামী মাসুদ প্রধান পলাতক হলেও পুলিশ ইচ্ছা করলেই তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারতো। বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান এই চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে। আজকের এই মানব বন্ধনে বৃষ্টিকে উপেক্ষা করে এলাকাবাসীর উপস্থিতি আবারও প্রমান করে যে, ইলিয়াছ একজন নন্দিত সাংবাদিক ছিলেন যার কাজ ছিল বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা এতে জনগন যেন উপকৃত হয়। ইলিয়াছ মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার সততা বজায় রেখেই সাংবাদিকতা করতেন তার বহিপ্রকাশ ঘটেছে তার প্রতি জনগনের ব্যাপক সতস্ফর্ত সমর্থন দেখে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন