স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে কাউসার আহম্মেদ পলাশকে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নগরীতে আনন্দ মিছিল করেন, শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
সোমবার (১৯শে অক্টোবর) বিকেলে ফতুল্লা আঞ্চলিক শ্রমিকলীগ এর উদ্যোগে মিছিলটি চাষাড়ার শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অবস্থান করে পুণরায় চাষাড়া শহীদ মিনার এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবীর হোসেন রাজু ও ব্যাটারী চালিত ইজিবাইক মালিক শ্রমিক সমিতি জেলার যুগ্ম আহবায়ক আজিজুল হক প্রমুখ।