শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে শিক্ষা ক্ষেত্রে করোনা কালীন এবং পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৫:২২ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে শিক্ষা ক্ষেত্রে করোনা কালীন এবং পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উপজেলা হলরুমে শিক্ষা ক্ষেত্রে করোনা কালীন এবং করোনা পরবর্তী করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৫ অক্টোবর ) সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য,ও জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা প্রকৌশলী এলজিইডি মো.আরজুরুলহক,উপজেলা ইন্ট্রাকটর রিসের্স সেন্টার হোসনে আরা বেগম,বিশিষ্ট শিক্ষা অনুরাগী সদস্য উপজেলা শিক্ষা কমিটি আবু নাঈম ইকবাল, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, সারাবিশ্বের ন্যায় করোনা ভাইরাসের মহামারিতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে দুরত্ব বজায় রেখে রেখে মাক্স পড়ুন নিজে এবং পরিবারের সবাইকে নিরাপদে রাখুন। তিনি আরও বলেন,বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার প্রভাব অনেকটাই কম। তাই বলে আমরা যদি সচেতন না হয়ে অসচেতনভাবে চলাচল করি তাহলে বিপদ অনিবার্য হয়ে দাড়াবে সকলের জন্য।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন