সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নে প্রধান মন্ত্রীর দেওয়া বয়স্ক,প্রতিবন্দী,বিধবা ভাতা বই বিতরণ করেন জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু।জামপুর ইউনিয়ন পরিষদে ৭০টি বয়স্ক ভাতা, ২৮টি বিধবা ভাতা,৭০টি প্রতিবন্দি ভাতা, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় সোনারগাঁও উপজেলা সমাজ সেবার মাধ্যমে মোট ১৬৮টি ভাতা বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু। উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সমাজ সেবা ইউনিয়ন সমাজকর্মী মো.আবুল কালাম আজাদ খাঁন।
আরো উপস্থিত ছিলেন,জামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বদরুজ্জামান বদু ভুইঁয়া,ইউপি সদস্য লুৎফর ভুইঁয়া, সংরক্ষিত আসনের মহিলা সদস্য,নিলুফা আক্তার ময়না,জরিনা আক্তার,জমেলা আক্তার,ইউনিয়ন পরিষদ সচিব বদিউজ্জামান ভূঁইয়া।