শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নের প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন নিয়ে করনীয় শীর্ষক আলোচনাসভা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৩:০৬ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে  সনমান্দী  ইউনিয়নের  প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন নিয়ে করনীয় শীর্ষক আলোচনাসভা

কামাল উদ্দিন ভূইয়া :   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী উপলক্ষে করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে সনমান্দী ইউনিয়নের প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন নিয়ে করনীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরেে সনমান্দী ইউনিয়নের মগবাজার এলাকায় বঙ্গবন্ধু লাইব্রেরী কার্যলয়ে    সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বক্তব্যে বলেন  আমি চেয়ারম্যান হওয়া পর থেকে শিক্ষা উপরে বিশেষ নজর দিয়েছি,  শিক্ষার্থীদের ব্যাগ,  পোশাক,  কলম দিয়েছি।   করোনা  পরে বিদ্যালয় খোলা হলে তাদের স্বাস্থ্য এবং পড়াশোনা কি ভাবে উন্নতি হবে,  সে বিষয়ে দৃষ্টি দিবেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার   নিখিল চন্দ্র বিস্বাস, সাবেক চেয়ারম্যান  খন্দকার আমিনুল হক, সহকারী প্রাথমিক  শিক্ষা অফিসার    প্রিন্সেস হাফেজা জামাল হেলালী,  উপজেলা শিক্ষক সমিতির সভাপতি   শফিকুল ইসলাম । হারুন রশীদ মেম্বার সঞ্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন   তোতা মেম্বার,  ফিরোজ মেম্বার,  সাইফুল মেম্বার,  ফজলুর হক  মেম্বার মহিলা মেম্বার শাহিনা,  লুৎফা মেম্বার,  খাদিজা মেম্বার।



সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন