জামান ভূঁইয়া , সোনারগাঁওঃ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ ” এই শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ খৃষ্টাব্দ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি – ১ এর আয়োজনে সোনারগাঁও উপজেলা নোয়াগাও ইউনিয়নের লাধুরচর গোবিন্দ ইসলামিয়া মাদ্রাসায় বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত এলাকার ভুক্তভোগী জনসাধারণের সাথে বিশদভাবে আলোচনা করেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানাজার প্রধান প্রকৌশলী মোঃ সাইরুল ইসলাম । তিনি পরিস্কার পরিছ্ছন্নতা নিয়ে কথা বলেন , বিদ্যুৎ কম ব্যায় করার ব্যপারে কথা বলেন , করোনা ভাইরাস নিয়ে লোকজনকে সতর্ক করেন । এ সময় উপস্থিত সাংবাদিক এবং ভিবিন্ন লোকের প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে প্রদান করে উপস্থিত সকলে প্রসংশা অর্জন করেন । এলার বিদ্যুৎ এর খুঁটি সহ নানান রকমের সমস্যার সমাধান করার দ্রুত ব্যবস্থা নিবেন বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন । সাথে সাথে দ্বায়ীত্বে থাকা ইঞ্জিনিয়ার মোঃ ফাহিমকে এ ব্যপারে সঠিক সময়ে সব কাজ করা নির্দেশ দেন জি এম মোঃ সাইরুল ইসলাম । লাধুরচর গোবিন্দ ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আবুবকর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিদ্যুৎ এর সকল প্রকার সমস্যার দ্রুত সমাধান করার আহবান জানান । অনুস্ঠানে নোয়াগাও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন ।