শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়গঞ্জের সোনারগাঁ র‌্যাব-১১ এর অভিযানে ১১,৫০০ পিস ইয়াবা সহ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ….

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ১:০৩ অপরাহ্ণ

নারায়গঞ্জের সোনারগাঁ র‌্যাব-১১ এর অভিযানে ১১,৫০০ পিস ইয়াবা সহ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ….

নারায়গঞ্জের সোনারগাঁ থেকে ২২ সেপ্টেম্বর বঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিলাহ ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ক্যাভার্ড ভ্যান তল­াশী করে ১১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের দায়ে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মাইন উদ্দিন (৪০), ২। মোঃ মাসুদ রানা (৩৩)’দেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাইনউদ্দিন এর বাড়ি নরসিংদী জেলার মধাবদী থানাধীন অনন্তরামপুর এলাকায় ও মোঃ মাসুদ রানা’র বাড়ি গাজীপুর জেলার গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে ক্যাভার্ড ভ্যানে ড্রাইভার ও হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে কাভার্ড ভ্যানযোগে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা এবং এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামী’দের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন