নারায়ণগঞ্জের ডাক.কম : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় দখল করে গড়ে উঠেছে অবৈধ বাসষ্ট্যান্ড। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবৈধ বাসষ্ট্যান্ড। পরিবহন গুলোর নাম দিয়েছে নাফ এক্সপ্রেস প্রাঃ লিঃ। যা সাইনবোর্ড থেকে মেঘনা ফেরিঘাট পর্যন্ত চলাচল করে। স্থানীয় প্রশাসনসহ ট্রাফিক বিভাগ নাফ এক্সপ্রেস অবৈধ জেনেও নিরব ভূমিকা পালন করছে। নাফ এক্সপ্রেসের গাড়ি গুলো ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ষ্ট্যান্ড করায় অনেক সময় ঘটে যায় অনাকাঙ্খিত দূর্ঘটনা। বারছে যানজট, দূরপাল্লার গাড়ি গুলো চলাচলে বেঘাত ঘটছে। এদেরকে কেহ কিছু বলতে গেলে মারধরের ঘটনা ঘটছে। নাফ এক্সপ্রেসের কর্মিরা ঢাকা রেঞ্জ এক ডি আই জির নাম ভাঙ্গিয়ে ফিল্মি ষ্টাইলে চলা ফেরা করে থাকে। এলাকার সচেতন মহলসহ পরিবহন শ্রমিক ও মালিকরা মনে করেন সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন জরুরী।