শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্রিকেটার শরীফের ভাইকে বাঁচাতে প্রয়োজন লিভার ডোনার

শুক্রবার, ১২ মার্চ ২০২১ | ৬:২৫ অপরাহ্ণ

ক্রিকেটার শরীফের ভাইকে বাঁচাতে প্রয়োজন লিভার ডোনার

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ শরীফের বড় ভাই মোহাম্মদ জিয়াউর রহমান (৪৫) লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় আছেন।

তাঁকে বাঁচিয়ে তুলতে জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্টের জন্য লিভার ডোনার প্রয়োজন। রোগীর রক্তের গ্রুপ বি পজিটিভ।

গত জানুয়ারি মাস থেকে তিনি এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে আসছেন। প্রথমে ল্যাব এইড হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। বর্তমানে তিনি ঢাকার পিজি হাসপাতালে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আরামবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ জিয়াউর রহমান ২ কন্যা সন্তানের জনক। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

লিভার ডোনারের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিশেষ অনুরোধ জানিয়ে‌ছেন জিয়াউর রহমানের বেয়াই সারোয়ার জাহান সুজন।

ডোনার পেতে সাহায্য করতে সুজ‌নের (০১৩০১৩৭৭৬০২ ও ০১৭৯৬৭২০৮১৬) এই দুটি নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়ে‌ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন