নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আওয়ামীলীগের একটি ওয়ার্ড কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর ৩নং ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমন ন্যাক্কারজনক ঘটনার পর ৩ ফেব্রুয়াারি বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সহ শীর্ষ নেতারা।
পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন জানান, পিরোজপুুরের কোরবানপুর গ্রামে কার্যালয়ে রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে চেয়ার, টেবিল টিভি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ বিভিন্ন আসবাবপত্র। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কার্যালয়টি কে বা কারা পুড়িয়ে দিয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।