সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের দুস্থ অসহায় গরীব শীতার্ত মানুষের বাড়িতে-বাড়িতে গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ এর (স্কাউট টিম) শিক্ষার্থীদের উদ্ধোগে ও (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাসিক ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম (জয়)‘র সার্বিক পরিচালনায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কয়েকটি ওয়ার্ডের দুস্থ অসহায় গরীব শীতার্ত মানুষের বাড়িতে-বাড়িতে গিয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ এর স্কাউট টিম এর সদস্য-মোঃ সিফাত, মেহেদি, বৈশাখ, জোবাইর, বাধন, জিহাদ, কাদের, সাব্বির, সাকিল, ইদ্রিস এবং মেয়ে স্কাউট টিম ছিলেন, স্মৃতি, রশনি, তামান্না, রাকিযা, লামিয়া, সামিয়া, সাহিবা, হালিমা, নিসা, সোনিয়া, তিন্নি, ইলমা‘সহ প্রমুখ। এ তারা বলেন, যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বত্র মানুষের কল্যাণে কাজ করে তারা জীবদ্দশায় জনপ্রিয় এবং মরণোত্তর অমর হয়ে রয়। আমরা তেমনি আলোকিত মানুষ চাই। আর এই আলোকিত মানুষদের সমন্বয়ে একটা সুন্দর আলোকিত সমাজ গঠন করতে চাই।