শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪র্থ ধাপেও হয়নি পৌরসভা নির্বাচনের তফসিল: নির্বাচনমুখী কায়সার-কালাম

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৬:৪৫ অপরাহ্ণ

৪র্থ ধাপেও হয়নি পৌরসভা নির্বাচনের তফসিল: নির্বাচনমুখী কায়সার-কালাম

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার নির্বাচনী তফসিল ৪র্থ ধাপেও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে স্থানীয় আওয়ামীলীগ নেতারা আশা দেখছেন, পরবর্তী ধাপে সোনারগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই লক্ষ্য নিয়ে সোনারগাঁও পৌরসভার প্রতিটি এলাকায় কর্মীসভা অব্যাহত রেখেছেন আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।

সোনারগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ন্যায় পৌরসভার ৩নং ওয়ার্ডে কমীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শনিবার বিকেলে টিপুরদী ঈদগাহ মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়।

পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুুল্লাহ আল কায়সার হাসনাত ও প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।

এ ছাড়াও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ ও পৌরসভার সাবেক কাউন্সিলর লায়ন মোশারফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

কর্মী সভায় আগামী আগামী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখার ঘোষণা দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন