ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৮ সময় নাঙ্গলবন স্টানে গতি হারিয়ে হাইওয়ে রোড সংলগ্ন বালুর মাঠে উঠিয়ে দেয়।
ঘটনাস্থল থেকে জানা যায় পরিবহন মোগরাপাড়া চৌরাস্তা থেকে চিটাগাং রোড যাত্রাকালে গতি হারিয়ে লাঙ্গলবন্দ বালুর মাঠে উঠিয়ে দেয়।এতে একটি পিকআপ ক্ষতিগ্রস্ত সহ ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক আহত ব্যক্তিকে মদনপুর আল বারাকা হাসপাতাল ভর্তি করা হয়।সরোজমিনে পরিস্থিতি সামাল দেয়ার জন্য সোনারগাঁ হাইওয়ে থানা এস আই আজিম ও তার সোর্সসহ উপস্থিত হয়।সোনারগাঁ হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আজিমকে ঘটনাস্থলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পরিবহন ব্রেক ফেল করে বালুর মাঠে উঠিয়ে দেয় এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি পিকআপ ও ঘটনাস্থলে থাকা কাশেম নামের এক ব্যক্তি গুরুতর আহত হন । তাকে আল বারাকা হসপিটালে ভর্তি করা হয় আমরা তাকে দেখার জন্য আল বারাকা হাসপাতাল যাই। আপাতত তিনি ইমারজেন্সিতে আছেন। তবে আশা করা যায় তেমন কোনো আশঙ্কা নেই।