শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে মহাসড়ক অবরোধ

শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ | ৬:১৫ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে মহাসড়ক অবরোধ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সিনিয়র ডেপুটি ম্যানেজার বরুণ কুমার সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গত (২৩ শে ডিসেম্বর) বুধবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, ভবনাথপুর ও রতনপুর গ্রামের নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করে।

ভুক্তভোগী জনগণই বলেন কোন পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ করে এভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা কোন মানব অধিকারের পড়ে না। আমরা বিপুল পরিমাণের টাকা বিনিময় এই গ্যাস সংযোগ নিয়েছি আমাদেরকে কোনভাবে অবগতি ছাড়া এভাবে সংযোগ বিচ্ছিন্ন করলে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করব কোন বিকল্প রাস্তা না করে তিতাস গ্যাস কিভাবে সংযোগ বিচ্ছিন্ন করল আমরা সরকারের কাছে তার প্রতিকার চাই ও ব্যবস্থা করে অবৈধ সংযোগ বৈধ করার আবেদন রইল। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হলে আমাদের টাকা ফেরত চাই, এই দাবিতে মহাসড়ক অবরোধ করে।

ঘটনাস্থলে সোনারগাঁ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সরিয়ে নেয়। দীর্ঘ সময় মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

 

 

 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন