শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

তরুণ চেয়ারম্যান হা-মীম সিকদার (শিপলু) অল্প সময়েই বদলে ফেলেছেন জামপুর ইউনিয়নের চেহারা

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | ৪:০৯ অপরাহ্ণ

তরুণ চেয়ারম্যান হা-মীম সিকদার (শিপলু) অল্প সময়েই বদলে ফেলেছেন জামপুর ইউনিয়নের চেহারা

মুশফিকুর রহমান: হা-মীম সিকদার শিপলু বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশে রয়েছে নানা অর্জন ও চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের অবিস্মরনীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় দিবসের মহতী চেতনাকে ঘিরে আমাদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের বিজয় আমাদের অহংকার আনন্দের পূর্ণতা পাবে আর প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নময়ী কাঙ্খিত সোনার বাংলাদেশ। ৪বছর হয়েছে জামপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। নব গঠিত জামপুর ইউনিয়ন এর প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তরুন রাজনীতিবিদ ও সমাজসেবক মো: হা-মীম সিকদার (শিপলু)। সময়কাল খুব বেশী না হলেও ইতিমধ্যেই এলাকাবাসীর কাছে আস্থার প্রতিক হিসেবে পরিচিত লাভ করেছেন সদা হাস্যজ্জল এই মানুষটি। সদা হাস্যজ্জল সদালাপি মানুষ তিনি। এলাকায় রয়েছে অনেক সুনাম। একজন সফল চেয়ারম্যানের যে সকল গুন থাকার কথা তার সবই বিদ্যমান জনরায়ে বিজয়ী এই তরুণ চেয়ারম্যানের মাঝে। আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ আদর্শ মানুষটির লক্ষ্য। কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমন করতে পারেনি। এসব কারনেই এলাকার অনেকেই প্রশংসা করেন তার। স্থানীয় সাংবাদিকদের কাছেও তিনি খুবই প্রিয়। ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি। বাবার আদর্শের হাতেখড়িতেই তিনি রাজনীতিতে যুক্ত হন। শিক্ষা জীবনে ছিলেন একজন মেধাবী ছাত্র নেতা। এখন দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামীলীগ উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য। বর্তমানে তিনি এলাকারবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত মো: হা-মীম সিকদার (শিপলু)। দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে সারাদেশ যখন ডেঙ্গু আতঙ্কে কাপছে তখন সারা ইউনিয়ন জুড়ে পরিচ্ছন্ন কার্যক্রম, মশকনিধন করে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মানুষকে সচেতন করেছেন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দুরকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যাশা নিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। মো: হা-মীম সিকদার (শিপলু) বলেন, একটি উন্নতশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবার আগে দরকার অপরাধ প্রবণতামুক্ত একটি সুন্দর সমাজ। কারন তৃনমুলের জনপদ ভালো থাকলে দেশ জনগনের ভাগ্য উন্নয়নের সহায়ক হিসেবে কাজ করে বিশ্বের উন্নতশীল দেশ সমুহের দিকে তাকালে বাস্তবচিত্ত এমনটাই পরীলক্ষিত হয়। সরকারি সফল উদ্যোগের কারনে বর্তমানে বাংলাদেশ এখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি সেক্টরে সমৃদ্ধি যেমন বাড়ছে, তেমনি জনগনের জীবন যাত্রার মনোন্নয়ন হচ্ছে। তবে এখানে আমরা কিছু কিছু নেতিবাচক কাজের কারনে পিছিয়ে আছি। যার ফলে সামাজিক অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি জনমনে সৃষ্টি হচ্ছে অশান্তি। উন্নয়নসমৃদ্ধ একটি স্বর্নিভর বাংলাদেশ দেখতে চাইলে একটি সুন্দর সমাজ বির্নিমানের জন্য সবাইকে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, জমি দখল সহ সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জনমত তৈরী করে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। নেতিবাচক এসব কাজের ব্যাপারে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী বর্তমান প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। আজকে এমন একজনের কথা আপনাদের সামনে তুলে না ধরে পারলাম তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মো: হা-মীম সিকদার (শিপলু)। শিপলুর সাথে আলাপকালে জানা যায়, তিনি আরো বলেন আমার সাথে রয়েছে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবমহিলা লীগ, সহ এলাকার গন্যমান্য মুরব্বীদের এবং গরীব দুঃখী মানুষের দোয়া নিয়ে আমি এলাকার উন্নয়ন কাজ করছি এবং করে যাবো। তিনি আরো সাংবাদিকদের বলেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। সরজমিনে গিয়ে দেখা গেলো বর্তমান চেয়ারম্যন করোনা মহামারীতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের পাশে এসে দাড়িয়েছেন। যেমন- চাল- ডাল-তেল-আলু-সাবান-পেয়াজ-লবন নিত্য প্রয়োজনীয় সকল উপাদান এবং নগদ অর্থ প্রদান করে এলাকার জনমানুষের পাশে থেকেছেন। জামপুর ইউনিয়ন টি ৯টি ওয়ার্ড ও ৫২টি গ্রাম নিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এলাকার আয়তন যেমন বড় তেমনি বিভিন্ন রকম সমস্যাও অনেক। তবে জামপুর ইউনিয়নে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি মো: হা-মীম সিকদার (শিপলু)। তিনি এলাকায় একজন সহজ, সরল, নিরঅহংকারী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ধনী গরিব সবার সাথে সাদালাপী। তিনি এছাড়াও বিভিন্ন ধর্মীয়, ক্রীড়াঙ্গন ও সামাজিক কাজকর্মে জড়িত। তার পরিবার এবং সমাজসেবায় অত্যন্ত সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত। তিনি সাংবাদিকদের আরো বলেন, আমি বাবার মতো এলাকার জনগনের সেবা করতে চাই। বাবা এলাকার জনগনের ভালবাসা আদর্শ থেকে বিচ্যুত হয়নি। বাবা সবসময় চাইতেন এলাকার মানুষ যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভাল মানুষ হিসেবে গড়ে উঠে। বাবার সূত্র ধরেই আমিও এলাকার অনেক সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। তিনি বলেন এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে কি করে এলাকার উন্নয়ন ও অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবো। মো: হা- মীম সিকদার বলেন রাজনৈতিকভাবে অনেক নীরিহ নির্যাতিত এলাকার জনগনের সাথে সবসময় আছি এবং ভবিষ্যতে থাকবো। জাতির পিতার আদর্শকে ধারণ করে জনগনের সেবা করতে চাই । তিনি বলেন দূর্নীতির উর্দ্ধে থেকে ডিজিটাল বাংলাদেশের অভাবনীয় উন্নয়নে আমৃত্যু কাজ করতে চান। মো: হা-মীম সিকদার (শিপলু), এলাকার ৯টি ওয়ার্ডের প্রতিটি রাস্তাঘাট উন্নয়ন আরসিসি ঢালাই করা হয়েছে এবং গ্যাস, পানি, বিদ্যুৎ, স্থায়ী জলাবদ্ধতা, মাদকমুক্ত সমাজ গঠন, জঙ্গীবাদমুক্ত, চাঁদাবাজিমুক্ত, পরিকল্পিত আবাসন, শিক্ষাবান্ধব পরিবেশ, পরিচ্ছন্ন আধুনিক এলাকা গঠনে অসামান্য ভূমিকা রেখেছেন। জামপুর ইউনিয়ন কে আদর্শ এলাকা হিসেবে রুপান্তরিত করতে স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা সহ সকলের সহযোগীতা প্রত্যাশা করেন ও পাচ্ছেন চেয়ারম্যান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন