শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁ থানা রোড কোম্পানির নিজস্ব ভারী যানবাহনে দীর্ঘ যানজট ও দুর্ঘটনা

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | ১:১৮ অপরাহ্ণ

সোনারগাঁ থানা রোড কোম্পানির নিজস্ব  ভারী যানবাহনে দীর্ঘ যানজট ও দুর্ঘটনা

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা রোড একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। এই রোডটি অধিকাংশ সময় লক্ষ্য করা যায় কিছু কোম্পানি ফ্যাক্টরি নিজস্ব ভারী যানবাহন বেপরোয়াভাবে চলাচলের কারণে তৈরি হয় দীর্ঘ যানজট ও দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অতিরিক্ত যানবাহন ও কোম্পানি ফ্যাক্টরি নিজস্ব পরিবহন যানজট সৃষ্টির মূল কারণ। লক্ষ্য করা যায় এই রোড টি দিন রাত২৪ ঘণ্টা অফিস টাইম ও দিনে গুরুত্বপূর্ণ সময় যানজট লেগেই থাকে। এতে অফিসগামী ব্যবসায়ী চাকরি জীবিদের ও সাধারন জনগনের দূর্ভোগে পড়তে হয়। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স জরুরী রোগীর ঢাকা হস্তান্তর বিঘ্ন ঘটায় ,যার ফলে এই যানজট কারণ হয়ে দাঁড়ায় অনেক রোগীর মৃত্যু। এছাড়াও এই থানা রোড টি অত্যন্ত সরু হওয়ার কারণে অতিরিক্ত যানজট ও বিভিন্ন কোম্পানির নিজস্ব ভারী যানবাহন অনবরত চলাফেরায় ব্যস্ত। যদিও কোম্পানিগুলোর নিজস্ব পরিবহন গুলোকে একটি নির্দিষ্ট সময়ে জেলা প্রশাসক ও এমপি মহোদয় নির্ধারণ করে দিয়েছে কিন্তু বিভিন্ন মহলের নেতাকর্মীর চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের কারণে সেটা দীর্ঘায়িত হয় নি। ফলে আল মোস্তফা, বেঙ্গল, ফ্রেশ, আমান ইত্যাদি কোম্পানিগুলো নিজস্ব ভারী পরিবহন যানজট ষ্টির এটি একটি মূল কারণ। তাই এই যানজট নিরসনে সকল পেশার মানুষের দাবী যাতে করে এই যানজট নিরসনের স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয় এবং কোম্পানি নিজস্ব পরিবহন গুলোর কোন নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিলে এই যানজট অবসান ঘটবে। এই থানা রোডের যানজটের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল। অতিরিক্ত যানবাহন যেমন সিএনজি অটোরিক্সা পরিমাণে বেশি হওয়ার কারণে যানজটের আরেকটি প্রধান কারণ । যদি এই অতিরিক্ত যান চলাচল এর লাগাম টেনে ধরা না হয়।দেখা যাবে বড় ধরনের কোন যানজট ও দুর্ঘটনা। এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং ও সিএনজি অটোরিকশা ও মোটরবাইক ইত্যাদির পার্কিংয়ের কারণেও সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত যানজট। তাই সকল পেশার মানুষ এমপি মহোদয়ের নিকট দাবি যাতে করে এই থানা রোডের একটি স্থায়ী যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করেন । বিশেষ করে ফ্যাক্টরি কোম্পানির ভারী যানবাহন গুলোর স্থায়ী কোনো সময় নির্ধারন করে দিলে বেঁচে যাবে নিরীহ মানুষের অনেক প্রাণ। নষ্ট হবেনা অফিসগামী মানুষের সময়। 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন