সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁ নুনেরটেক বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন।

রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ | ৫:০৫ অপরাহ্ণ

সোনারগাঁ নুনেরটেক বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন।

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিচ্ছিন্ন দ্বীপ নুনেরটেক বাসীকে বিদ্যুতের আলো দেখিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

অদ্য ২০-১২-২০২০ ডিসেম্বর পরিবার সকাল ১১ ঘটিকায় নুনেরটেক লালপুরী (রহ:)মিনার দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে নুনেরটেকের প্রায় ১২৫২টি পরিবারের মঝে বিদ্যুৎ সংযোগ এর শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। তিনি জানান, বর্তমান সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অংশ হিসেবে সোনারগাঁয়ের এই চরাঞ্চলটি বিদ্যুৎ বঞ্চিত থাকায় গত বছর বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। মেঘনা নদীর মধ্যে প্রায় ২০০ বছর আগে জেগে ওঠা এই চরকে পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ঘোষনা করে বসবাস যোগ্য করে ছিলেন। আজ সেই বিদ্যুৎ সংযোগ স্থাপনের মধ্য দিয়ে সেই উদ্যোগ দ্বীপে বিদ্যুতের আলোয় আলোকিত করে দেখালো।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাইরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার সার্বিক সহযোগিতায় মেঘনা নদীর তীরবর্তী বারদী ইউনিয়নের নুনেরটেক, চুয়াডাঙ্গা, গুচ্ছগ্রাম, সবুজবাগ, রগুনারচর, ও ডিয়ারা গ্রামে ১.৫ কিলোমিটার সাব মেরিন ক্যাবল প্রতিস্থাপনের মাধ্যমে ১৩ কিলোমিটার লাইন টেনে মোট ১২৫২টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে৷

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মূল ভূখন্ড থেকে মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন টানার কাজ ইতিমধ্যে শেষ ৫৪৭ দশমিক ৮৪ একর আয়তনের এ চরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ পুরোদমে শেষ।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার যুগান্তকারী পদক্ষেপে মেঘনা নদীবেষ্টিত উপজেলার দুর্গম চরাঞ্চল নুনেরটেকে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় সোনারগাঁওয়ের সাধারণ জনগণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উল্লেখ্য যে, গত বছর ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক জোনাব আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,পৌর নাগরিক কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন,পৌর নাগরিক কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ জামান,সহ সভাপতি আলহাজ্ব রেজাউল করিম,সহ সভাপতি মোহাম্মদ আলী,যুগ্ন সম্পাদক মোতালিব মিয়া স্বপন,সহ সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী,সহ সভাপতি গরীব নেওয়াজ,অর্থ সম্পাদক আলহাজ্ব জাকির ভুঁইয়া সোনারগাঁ গণমাধ্যম কর্মী সহ থানার রাকিব ও এস আই আব্দুর রউফ সহ অন্যান্য সহকর্মীগণ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন