শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এসপি আক্তারের নাম করে সুবিধা নিচ্ছে কিছু কুচক্রী মহল

রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০ | ২:১৯ অপরাহ্ণ

সোনারগাঁয়ে এসপি আক্তারের নাম করে সুবিধা নিচ্ছে কিছু কুচক্রী মহল

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে এসপি আক্তার একজন সৎ, নীতিবান, আদর্শবান প্রশাসনের লোক হিসেবে পরিচিত। এক কথায় বলা যায়” এসপি আক্তার নামটি” সোনারগাঁয়ে সকল শ্রেণীর মানুষের কাছে এক নামে পরিচিত। সে সুবাদে কিছু কুচক্রীমহল, সুবিধাভোগী মানুষ তার নাম বিক্রি করে বিভিন্ন সেক্টরে অবৈধভাবে ফায়দা লুটে নিচ্ছে। সোনারগাঁয়ে পরিবহন থেকে শুরু করে গ্রাম মহল্লা ,দোকানপাট, স্টেশনে চাঁদাবাজি, লুঠপাট সহ,বিভিন্ন অনিয়মের কথা শোনা যাচ্ছে। সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড, মোগরাপাড়া টু চিটাগাং রোড, নাফ পরিবহনটি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে , নকল নাম্বার প্লেট ব্যবহার করে , রোড পারমিট ছাড়া জমজমাট ব্যবসা করে যাচ্ছে। সাধারণ, সচেতন সোনারগাঁ বাসির প্রশ্ন আদৌ কি এসপি আক্তার এই বিষয়গুলো অবগত কিনা, আর জানলেই বা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে কিনা। কে বা কারা উনাকে ব্যবহার করে অবৈধভাবে ফায়দা লুটে নিচ্ছে। এ ব্যাপারে সোনারগাঁ থানা, ও হাই ওয়ে পুলিশের পদক্ষেপ ও এসপি আক্তারের তদন্তএ করে বিষয়টি আমলে নেওয়ার কথা জানায়। যাতে করে ওনাকে বিক্রি করে কেউ কোনো রকম অবৈধভাবে ফায়দা লুটে না পারে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন