ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ অদ্য ০২-১২-২০ ইংরেজি বুধবার বেলা বারোটার সময় নাফ পরিবহনে যাত্রাকালে তোলা ছবি। পরিবহনে যাত্রীদের মাক্স পরা থাকলেও মানছে না কন্টাকটার, হেলপাররা, ড্রাইভার। নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা টু চিটাগাং রোড যাত্রীবাহী বাস নাফ পরিবহন সরকারি বিধি বিধান মাক্স পরার কোন তোয়াক্কা না করেই এভাবে যাত্রীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে পরিবহনের ড্রাইভার হেলপার। তাদেরকে মাক্স পরার সরকারি বিধান সম্পর্কে জানতে চাইলে এমন মন্তব্য করা হয় তারা আদৌ জানেনা বর্তমান সরকারি বিধান। তাদের বক্তব্য যদি কর্তৃপক্ষ এ ব্যাপারে সচেতন করে তারা অবশ্যই মানতে বাধ্য কিন্তু পরিবহনের কর্তৃপক্ষের কোনো সচেতনতা পদক্ষেপ নেই, তাই তাদের সরকারি বিধান মানার কোন গুরুত্ব নেই। সাধারণ যাত্রীদের দাবি পরিবহনে যেন সরকারি বিধান মাক্স পরার বিষয়টি হাইওয়ে থানা কর্তৃপক্ষ তদারকি করে। যাতে করে প্রতিটি যাত্রীবাহী বাসে ড্রাইভার, হেল্পার, কন্টাকটার, কাউন্টার লাইনম্যান, সকল সদস্যদের মাক্স পরা অবস্থায় যাত্রী সেবা করে। অন্যথায় এভাবে খোলামেলাভাবে পরিবহনে যাত্রী সেবা করলে করুণা ভাইরাসের বিস্তার বেড়েই চলবে। তাই সকলের এই মহামারী পরিস্থিতিতে সচেতনতা অবলম্বন করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব।