নারায়ণগঞ্জের ডাক.কম ; সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় নিয়মিত মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত আসামী ৫ জন ও মাদক মামলার ২ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে মাসুম (৪০) ও বেদানা (৫৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নাজমুল হোসেন রবিন (২৬), জামাল (৩৫), সোহেল খান (৩৪) এর নাম জানা গেছে।বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টার দিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমানের নেতৃত্বে আদমজী-২নং, ঢাকেশ্বরী-জালকুড়ি, সানারপাড় ও চিটাগাংরোডসহ থানা এলাকার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশেষ অভিযান পরিচালনা শেষে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান বলেন, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।