বিশেষ প্রতিনিধি: সোনারগাঁয়ে রবিবার (২২ নভেম্বর ) ভোরে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে আজিজুল হকের মালিকানাধীন স্যানেটারী এন্ড ইলেকট্রনিকস দোকান ও সাইফুল ইসলামের রায়হান মেডিসিন কর্ণার নামে দুটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় দোকান দুটি এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আজিজুল হকের দোকান সম্পূর্ণ পুড়ে ৩৫ লাখ টাকা ও মেডিসিন কর্ণার দোকান আংশিক পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান দোকান মালিকরা।
স্থানীয় দোকানদারেরা জানান,অগ্নিকান্ডের সময় দোকান মালিকরা বাড়িতে ছিলেন। অগ্নিকান্ডের খবর পেয়ে বাজারে আসেন। বৈদ্যুতিক শক সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়। তবে ফায়ার সার্ভিস অগ্নিকান্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।
রায়হান মেডিসিন কর্ণারের মালিক সাইফুল ইসলাম জানান,শনিবার রাতে সাড়ে ৯ টার দিকে ফার্মেসী বন্ধ করে বাড়িতে চলে যান। ভোরে আগুন লাগার খবর পেয়ে বাজারে আসেন। আগুনের বিষয়টি রহস্যজনক। সঠিক কারণ উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আগুনে আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন,অগ্নিকান্ডের কারণ উদঘাটন করা যায়নি তবে তদন্ত চলছে।