সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁ মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৎস্য অভিযান।

সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | ৬:২৯ পূর্বাহ্ণ

সোনারগাঁ মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৎস্য অভিযান।

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি ঃ অদ্য ২৫-১০-২০২০ তারিখে বেলা ৪ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও মৎস্য অফিসার জেসমিন আক্তার উদ্যোগে মেঘনা নদীতে মৎস্য অভিযান চালানো হয়। এ অভিযানে সোনারগাঁও উপজেলা মৎস্য অধিদপ্তর এর অফিসার জেসমিন আক্তার ও সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সোনারগাঁ থানা সাব ইন্সপেক্টর আরিফ হোসেন ও তার সহকারি ফোর্স, সোনারগাঁ সাংবাদিক পরিষদের সদস্যদের উপস্থিতিতে অভিযানটি চালানো হয়। অভিযানটি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যে সমস্ত জেলে অবৈধভাবে নদীতে কারেন্ট জালের মাধ্যমে ইলিশ মাছ ও অন্যান্য মাছের জাটকা ধরার চেষ্টা করছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে অভিযান চালানো হয়।

অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলে ও দেশ ও জনগণের স্বার্থে ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম সাহসিকতা ও বিচক্ষণতায় সুন্দর ও পরিকল্পনার মাধ্যমে সুষ্ঠু ভাবে সম্পন্ন করে।

চলমান এ অভিযানে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে মেঘনার তীরে প্রজ্বলিত করে দেয় ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম ।

তিনজন অবৈধ জেলে আটক করে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর আরিফ হোসেন এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত মেজেস্টেড আতিকুল ইসলাম সাতদিনের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

আসামিরা হলো মোহাম্মদ দেলোয়ার পিতা শহীদুল্লাহ মোঃ আবির পিতা আব্দুল খালেক, মোহাম্মদ কাউসার পিতা রফিকুল ইসলাম।     




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন