সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মীনি ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি’র সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে গ্রীণ এভারমেন্ট মোভমেন্টের সিদ্ধিরগঞ্জ থানা কমিটি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গোদনাইল ২নং বাসষ্ট্যান্ড এলাকায় মোঃ সৈয়দ আলামিন পারভেজের কার্যালয়ে উক্ত দোয়ার অনুষ্ঠিত হয়। গ্রীণ এভারমেন্ট মোভমেন্টের থানা কমিটির সভাপতি মোঃ সৈয়দ আলামিন পারভেজ উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ মাসুদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মোঃ শাহ আলম সাউদ, যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কামরুজ্জামান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক শাজাহান শাওন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাব্বি, সিমান্ত, ৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া বেপারী, সহ সভাপতি এম.কে. আলম ও আজমীর প্রমূখ।