দৈনিক নারায়ণগঞ্জের ডাক : সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আরটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপনের জন্মদিন পালন করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করে সাংবাদিকরা।
এসময় শাহাদাত হোসেন স্বপনের জন্য দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, প্রেসক্লাবের সদস্য কামরুল হাসান ও সাংবাদিক এসকে শাওন প্রমুখ।