শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে টিকায় আগ্রহ বাড়ছে

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ৭:০৯ পূর্বাহ্ণ

আড়াইহাজারে টিকায় আগ্রহ বাড়ছে

বিশেষ প্রতিনিধি,

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা গ্রহীতাদের উপস্থিতি বেড়েছে। অনেক প্রবীণ স্বজনদের সঙ্গে এসে টিকা নিয়ে বলেছেন, প্রাণঘাতী এই ভাইরাস থেকে এখন নিরাপদ বোধ করছেন তারা।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত টিকা দেওয়া হয়। অনেক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই মানুষকে টিকা নিতে দেখা গেছে। নারীদের জন্য রাখা হয় আলাদা বুথ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, “ টিকা নেয়ায় ক্ষেত্রে ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছে। অনেক বিশিষ্ট ব্যক্তি, ডায়াবেটিস রোগী টিকা নেওয়ায় মানুষের মাঝে ভয় ও জড়তা কেটে গেছে। স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখছে। ভ্যাকসিন নেওয়ার পর বিশ্রামের ব্যবস্থা আছে।”

বুধবার মিথিলা পবিারের সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নেন। সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে মিথিলা টেক্সটাইলের পরিচালক মাহবুব খান হিমেল বলেন, “করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকার বিকল্প নেই। নিজেকে ও পরিবারকে সুরক্ষা রাখতে হলে টিকা নেওয়া জরুরি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন