শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার রামদাস মুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ২২ হাজর ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার, ০৯ জানুয়ারি ২০২১ | ২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার রামদাস মুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ২২ হাজর ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার রামদাস মুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ২২ হাজর ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয় । চট্টগ্রাম সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২৫৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করে র‌্যাব- ৭ । র‌্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল বাঁশখালী থানাধীন চট্টগ্রাম-রামদাস মুন্সির হাটস্থ ব্রিজ সংলগ্ন সাহেব মিয়ার চায়ের দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় চেকপোস্টের দিকে আসা দুইটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুইটি থামানোর সংকেত দিলে চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৪ জনকে আচক করে। এরা হলো মো. নুরুল মান্নান (৫৬), মো. আব্দুল আজিজ (৪২), মিজানুর রহমান পারভেজ (৩০), সফিকুল ইসলাম (৩৬)। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের নিজ হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর সুকৌশলে লুকানো ২২ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ- ৩৫-৮৩২৪ এবং ঢাকা মেট্রো-হ- ৪৭-০৪৪৭) দুইটি জব্দ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন