বিশেষ প্রতিনিধি:সবার জন্য আবাসন ভবিষ্যতে উন্নত জীবন এই প্রতিপ্রাদ্যকে কেন্দ্র করে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন,উপ বিভাগীয় প্রকৌশলী মীর জহুরুল আরেফীন,বিএমএর সাবেক সভাপতি ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, গনপূর্ত বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
জেলা প্রশাসক বলেন,আমাদের আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান ও শিক্ষার ব্যবস্থা করে যেতে হবে। যেন তারা সহজে এর সুফল ভোগ করতে পারে। বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের জীবন যাত্রার মান উন্নয়ন ও নিরাপদ বাসস্থানের জন্য নানান কর্মসূচি হাতে নিয়েছে।
আলোচনা সভার আগে র্যালী অনুষ্ঠিত হয়।