শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৭:৩৫ পূর্বাহ্ণ

আড়াইহাজারে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দিনভর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করা হয়। উপজেলা তরুণ লীগের সভাপতি এইচএম জাকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাবারক মিয়ার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,মিঞা মোঃ আলাউদ্দিন, খোরশেদ আলম সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, মেয়র সুন্দর আলী, মেয়র হালিম সিকদার, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না আক্তার প্রমূখ। প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির নেতৃত্বে অডিটরিয়াম শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুণ লীগের অসংখ্য নেতাকর্মী এই শ্লোগানে অংশ নেন।পরে কেক কাটা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগ পার্টি অফিসে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন