দৈনিক নারায়নগঞ্জের ডাক রিপোর্ট : নারায়ণগঞ্জ ক্যাম্পের র্যাব-১১, সিপিএসসি একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে এএসপি মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন শিংলাব গ্রামস্থ মোল্লা টাওয়ারের পাশে বালুর মাঠে ২৭ সেপ্টেম্বর রাত ১৮:৪৫ ঘটিকায় সময় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ৩৭০/পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী হলো- মোঃ জনি (২৮), পিতা- মৃত হাসান আলী, মাতা- নিলুফা বেগম, সাং-তল্লা (২নংওয়ার্ড), বড় মসজিদ, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নরায়ণগঞ্জ। রবিবার ২৭ সেপ্টেম্বের রাতে নারায়ণগঞ্জ সদর ক্যাম্প, র্যাব ১১র সিপিএসসি, স্কোয়াড কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ জানানো হয়।
এ সময় তার মদক সহ হাতেনাতে গ্রেফতার করেন। মাদকের বাজার মূল্য ১,১১,০০০/-(একলক্ষ এগার হাজার) টাকা। উল্লেখিত ধৃত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়।
ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।