রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিপু’র নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ১২:৪৬ অপরাহ্ণ

বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিপু’র নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের ৪ দিনের কর্মসূচির ৩য় দিনে নাঃগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাষ্ট্রি পরিচালক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এহসানুল হাসান (নিপুর’) নির্দেশনায় যুবলীগ খান মাসুদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বন্দর ইউনিয়নস্থ মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও মাদ্রাসার কচিকাঁচা বাচ্চাদের নিয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া কয়েকটি মাদ্রাসা ও মসজিদে বৃক্ষ বিতরণ করা হয়েছে। দোয়া পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের ঘোষনা অনুযায়ী ৪ দিনব্যাপী কর্মসূচির আজ ৩য় দিন। আমার রাজনৈতিক শিক্ষা গুরু নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অভিভাবক জননেতা এ কে এম শামীম ওসমান ভাইয়ের স্নেহধন্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ এহসানুল হাসান (নিপু) ভাইয়ের নির্দেশে কর্মসূচির প্রথম দিনে প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া ও ২য় দিনে পথশিশুদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ এবং আজকে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আগামীকালও আমাদের কর্মসূচি রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, মোঃ শেখ মমিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ সুমন,মোঃ হোসেন, মোঃ হীরা, মোঃ শাহ্ আলম, মোঃ জামান, জিয়াবুর, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, মোঃ রাজিব, মোঃ মামুনসহ স্থানীয় ব্যাক্তবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন