সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়ের প্রলোভনে লম্পট বাদলের ধর্ষন! দ্বারে দ্বারে ঘুরছে ধর্ষিতা!!

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | ৩:১৮ অপরাহ্ণ

বিয়ের প্রলোভনে লম্পট বাদলের ধর্ষন! দ্বারে দ্বারে ঘুরছে ধর্ষিতা!!

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে লম্পট বাদলের বিরুদ্ধে।

বিয়ের দাবীতে ধর্ষিতা শাবনুর (ছদ্মনাম) বাদলের গ্যারেজ গিয়ে দীর্ঘক্ষন অপেক্ষা করে ফিরে আসে। শাবনুরের আগমনের সংবাদ পেয়ে লম্পট বাদল পালিয়ে যায়। বাদলকে স্বামী হিসেবে পেতে দ্বারে দ্বারে ঘুরছে ধর্ষিতা ।

বুধবার (২৩ সেপ্টেম্বর)  বিকালে ধর্ষিতা শাবনুর সস্তাপুর কমর আলী হাই স্কুল এন্ড কলেজের পিছনে বাদলের গ্যারেজে গিয়ে বিয়ের দাবীতে অবস্থান নেন। ধর্ষক বাদলের পিতা শফি এ সময় শাবনুরের সাথে কোন কথা বলতে রাজি হননি। কায়েমপুর এলাকার মৃত রহম আলী (ছদ্মনাম)  কন্যা শাবনুর (২২) এর সাথে ৬ মাস আগে পরিচয় হয় সস্তাপুর এলাকার শফি মিয়ার পুত্র বাদলের।

শাবনুর জানান,বাদল ৬ মাস আগে সাহায্য বাবদ আমাকে চাল প্রদান করে। সেখান থেকে পরিচয় হলে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষন করে। আমি বিয়ের কথা বললে নানান ভাবে হুমকি দিচ্ছে। থানায় গেলে সেখান থেকে বলা নারী নির্যাতন মামলা করতে।আমি আইনী প্রক্রিয়া নিয়েছি। এলাকাবাসী জানান,বাদল মাদকাসক্ত ও বিক্রিতে জড়িত। তার গ্যারেজে গভীর রাত পর্যন্ত মাদক সেবন চলে। তার বড় স্ত্রী এনিয়ে বাধাঁ দিত বলে মারধর করতো। পরে নির্যাতন সইতে না পেরে তালাক দিয়ে চলে যায়।

বিয়ের দাবীতে শাবনুরের লম্পট বাদলের গ্যারেজে অবস্থান নেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন