প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ
সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের ২৬ তম লাশ দাফনে এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম …
![]()
নারায়ণগঞ্জের ডাক.কম: সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন হাওলাদারের সন্তান সামছুল ইসলাম (৬০) করোনায় আক্রান্ত হয়ে ১১/০৮/২০২০ ইং রোজ মঙ্গবারব সকাল ৭.১৫ মিনিটে ইন্তেকাল করেন,। আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিমের মাধ্যমে ২৬ তম দাফনের কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে 01.30 মিনিটে।
প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক জনাব #লিয়াকত_হোসেন_খোকা এমপি মহোদয়ের নির্দেশে আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধারা লাশের গোসল,জানাজা,দাফন কাফন সম্পন্ন করেন। টিম লিডার মুহাঃ সানাউল্লাহ বেপারী নেতৃত্বে এবং পরিচালক মোঃ ওমর ফারুক এর তত্বাবধানে উপস্হিত ছিল পৌরসভার টিম লিডার- মোঃ সুমন মীর, বৈদ্যের বাজার ইউনিয়ন টিম লিডার- মোঃ আলী আকবর, পিরোজপুর ইউনিয়ন টিম লিডার মোঃ মফিজুল ইসলাম মোঃ গোলজার হোসেন,মোঃ ইফতেখার আলম, মোঃ গোলাম রাব্বি, মোঃ আজিজুল হক, মোঃ মুহিবুল্লাহ,মোঃ রবিন মোঃ সুমন (সরকার)।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net