শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে  কমিউনিটি পুলিশ কাজ করবে

সোমবার, ০১ মার্চ ২০২১ | ৫:১৯ অপরাহ্ণ

কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে   কমিউনিটি পুলিশ কাজ করবে

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা- চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যানযট নিরসনের লক্ষ্যে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ একত্রে কাজ করবে । গতকাল দূপুরে কাচঁপুরে মদনপুর আনুষ্ঠানিক ভাবে তাদের প্রত্যেকে কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান কমিউনিটি পুলিশ এর পোশাক পরিধানের মাধ্যমে কার্যক্রম শুরু করে ।

এই সময় কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান,কাঁচপুর হাইওয়ে মহাসড়ক প্রায় ৯০ কিলোমিটার এর মধ্যে সিদ্ধিরগঞ্জ ,রুপগঞ্জ,বন্দর আড়াইহাজার ও সোনারগাঁ থানাসহ একাধিক ফাড়িঁ রয়েছে,জেলা সহ ১৬টি পার্টি ডিউটি করে কিন্তু কাচঁপুর হাইওয়ে আওতায় মাত্র ২ টি পার্টি রয়েছে যা কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের লোকবল ও যানবাহন সংকট থাকা সত্বেও এই দীর্ঘ ৯০ কিলোমিটার মহাসড়ক ২ টি পার্টি পালাক্রমে টহলে রাখছেন ।এজন্য কমিউনিটি পুলিশ হাইওয়ের সাথে মিলে একত্রে কাজ করবে যানযট নিরসন করতে ।

সরেজমিনে গিয়ে বিভিন্ন পেশার সচেতন মানুষের মুখ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিনিধির কাছে জানান, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জমান গত ৫ মাসে মহাসড়কে থেকে একাধিক ডাকাত, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। মহাসড়কের পাশে অবৈধস্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হয়েছেন। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে কোন প্রকার গাড়ি আটক বাণিজ্যে নেই বলে বিভিন্ন স্পটের স্থানীয় লোকজন জানিয়েছেন তার কঠোর নজরদারির কারণে ৯০ কিলোমিটার মহাসড়ক এখন অনেক নিরাপদ বলে মনে করেন।যোগদান করার পর মহাসডকে থ্রী হুইলার যানবাহন, ব্যাটারিচালিত ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি, লেগুনা চলাচল বন্ধ করতে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি অবৈধ যানবাহন এর বিরুদ্ধে সর্বদা সতর্ক রয়েছেন বলে জানান পরিবহনের নেতৃবৃন্দ।কমিউনিটি পুলিশকে প্রশিক্ষন দেওয়া , রাস্তায় মাকিং করা ও লিফলেট বিতরণ এবং ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপন প্রশিক্ষন সহ ডাইভার ও হেলপারকে সচেতনা মূলক প্রশিক্ষন দিয়ে মহাসড়কে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন অল্প কয়েকমাসে যা অতুলনীয়।

 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন