![দৈনিক নারায়ণগঞ্জের ডাক](https://dailynarayanganjerdak.com/media/2021/05/dailynarayanganjerdak-Footer-Logo-2021.png)
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে সানাড়পার নিমাই কাশারী এলাকায় ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ফ্রেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের সানাড়পার নিমাই কাশারী এলাকার হাজী কালাচাঁন ভ্যালীতে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং এর নতুন শাখার উদ্বোধন করা হয়।
এজেন্ট ব্যাংকিং এর হাজী কালাচাঁন এন্টারপ্রাইজের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম শহিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়াজেদ আলী সিনিয়র রিজিওনাল ম্যানেজার ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঢাকা অঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন জহিরুল ইসলাম এরিয়া ম্যানেজার ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঢাকা অঞ্চল। আয়োজনে ছিলেন সাংবাদিক সাকিবুল হাসান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিশষ্ট সমাজ সেবক ফজহলুল হক, হাজী মোহাম্মদ আলী, মোঃ দেলোয়ার হোসেন, মোহিন, মুন্নাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।