রূপগঞ্জ প্রতিনিধি,
রূপগঞ্জে তাঁতী কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার ( ২০ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ বেসিক সেন্টারে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
জানা গেছে “তাঁতীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন”শীর্ষক প্রকল্পের আওতায় ইনোভেশন কার্যক্রম এর অংশ হিসেবে ২৬১ জনের মাঝে তাঁতী কার্ড বিতরণ করা হয় ।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান সহ অনেকে।