নিজস্ব রিপোর্টার :
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ব্যারিস্টার জাকির আহাম্মদ।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি ) বেলা ১১.৩০ মি. ব্যারিস্টার জাকির আহাম্মদ শ্যামগ্রাম আসলে দলীয় নেতাকর্মীরা ফুলেল মালা দিয়ে বরণ করেন। এ সময় মত বিনিময় করতে গিয়ে তিনি এ কথা বলেন।
শ্যামগ্রাম আওয়ামীলীগ অফিসে দলীয় নেতাদের সাথে মত বিনিময় করতে গিয়ে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা ভোগের নয় ত্যাগের রাজনীতি করেন।
তিনি আরো বলেন, সম্প্রতি সমতে একটি গোষ্ঠী সরকারের উন্নয়নমূলক কাজ দেখে ষড়যন্ত্র করার চেস্টা করছে। তারা সরকারের ভাবমূর্তি নস্ট করতে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। তাদের থেকে সকল নেতাকর্মীদের চোখ কান খোলা রাখতে হবে।
পৃথক পৃথক এসব মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন, নাজিম শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বার, শ্যামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা রনজিত দেবনাথ, এড. আনোয়ার হোসেন,শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পল্টু মেম্বার,যুবলীগ নেতা নূরে আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় দেবনাথ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন ফকির ডালিম,মোঃ আমিনুল ইসলাম সবুজ,মোঃ কামরুল হাসান প্রমূখ।
পরে বিকাল ৫টায় ব্যারিস্টার জাকির আহাম্মদ সলিমগঞ্জ অলিউর রহমান ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা” এবং অলিউর রহমান জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় অলিউর রহমান জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ ব্যারিস্টার জাকির আহাম্মদকে ফুলের পাঁপড়ি ছিটিয়ে এবং ফুলেল মালা দিয়ে বরণ করেন।
উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুল হক, সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালের মালিক মোঃ অলিউর রহমান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল হক, ডাক্তার মোস্তাফিজুর রহমান, ডাক্তার ওমর ফারুক, ডাক্তার দিনেশ চন্দ্র দেবনাথ, ডাক্তার নাজমুল হক,মোঃ বাহাউদ্দিন মেম্বার,ইলিয়াস হোসেন প্রমূখ।