আড়াইহাজার থানা পুলিশ ২টি অস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে সদর পৌরসভার গাজীপুরা গ্রামের একটি ধানক্ষেত থেকে অস্ত্র ২টি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে গোপনে খবর পেয়ে উপজেলার সদর পৌরসভার গাজীপুরা গ্রামের একটি সাইজিং মিলের পিছনে ধান ক্ষেতে অভিযান চালানো হয়। এই সময় ১টি শর্টগান ও ১টি গ্যাসগান উদ্ধার করা হয়। এই সময় পাশে ১৮ রাউন্ড গুলি ও পাওয়া যায়। তিনি আরও জানান, অস্ত্র গুলো থানা থেকে লুন্ঠিত কিনা তা নিয়ে তদন্ত চলছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net