সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়ন নামে হাত-পা বাঁধাবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নয়ন (৩০) নামে হাত-পা বাঁধাবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ নৌ-পুলিশ।
সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ-পূর্ব পাশের দড়িকান্দী এলাকার লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহতের পরনে ট্রাউজার ও শার্ট পরিহিত ছিল।
জানা যায়, যুবকের মরদেহটি ব্রহ্মপুত্র নদে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুর আনুমানিক ১২টার দিকে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের পর স্থানীয়রা মৃতের কপাল ও গালে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ দেখতে পায়।
সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান মুঠোফোনে জানান, নিহত নয়ন রাজধানীর মোহাম্মদপুর থানার টিক্কাপাড়ার ১৫/সি-১৯নং বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের বেলপাড়া এলাকার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতেন।
ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত বিষয়ে জানা যাবে।
অফিস: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, হাজী সোনামিয়া মার্কেট, উত্তর সাইনবোর্ড।
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net