নিজস্ব প্রতিনিধি: আড়াইহাজারে জামায়াতে ইসলামীর কর্মসূচী পালনে বাধা এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রোববার বিকালে একটি বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলাম।
সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারাক হোসাঈন সোহান জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে শনিবার রাত ৯টায় আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন নিয়ে একটি সভা শেষে বাড়ী ফেরার পথে আওয়ামীলীগ থেকে নব্য যোগদানকৃত বিএনপি নেতা মালেক মাস্টার ও তার লোকজন নিয়ে জামায়াতের সব ধরণের কাজ করতে নিষেধ করেন এবং ৪/৭জন কর্মীকে মারধর করে অপদস্ত করেন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর জামায়াত নেতারা একটি দোকানে বসার কারণে সেই দোকানটি বন্ধ করে দেন।
এই ঘটনার বিচারের দাবীতে রোববার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজারের উত্তরের উদ্যেগে একটি প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা। আরও বক্তব্য রাখেন সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারাক হোসাঈন সোহানসহ দলীয় নেতা কর্মীরা।
বক্তারা বলেন, তাদের জানা উচিৎ হামলা করে, ভয় দেখিয়ে জামায়াতে ইসলামীকে রুখে দেয়া যায় না। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। যত জুলুম হবে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা তত বাড়বে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অফিস: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, হাজী সোনামিয়া মার্কেট, উত্তর সাইনবোর্ড।
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net