সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ
নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগড়াপাড়া ইউনিয়নের গোহাট্রা গ্রামের আলোচিত নোয়াব মিয়ার লিচুর বাগ যেন মাদকের স্বর্গরাজ্য।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক, দিনে দুপরে এলাকার শীর্ষ মাদক কারবারি এ স্পট নিয়ন্ত্রণ করে। এ বাগে মাদক কারবারি বন্ধে নিয়মিত অভিযানের দাবি বাসিন্দাদের। নোয়াব মিয়ার বাগে দিনেদুপুরে চলছে মাদক বেচাকেনা। চারিদিকে বাউন্ডারি দেয়াল থাকায় আরো যেন সুযোগ করে দিয়েছে মাদক কারবারীদের।
কোন জায়গায় দেখা যায় জুয়ার আড্ডা আবার অন্যদিকে দেখা যায় গাজার আড্ডা। এরই মধ্যে চলছে ইয়াবা ও ফেনসিডিলের রমরমা বাণিজ্য। এলাকার প্রসিদ্ধ জাকির চোরা এখন মাদকের খুচরা বিক্রেতা। শীর্ষ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে এলাকায় সাপ্লাই দেওয়া তার কাজ। নোয়াব মিয়ার বাগ যেন তার মাদকের স্বর্গরাজ্য। নিয়মিত বাসা বাড়িতে পরিণত হয়েছে তার। কি নেই তার কাছে। প্রকাশ্যে দিবালোকে চোরাই জাকির মাদকের সাপ্লাই দিলেও বলার যেন কেউ নেই। কারণ শীর্ষ মাদক ব্যবসায়ীদের ছায়া তার মাথার উপর।
স্থানীয় মহিলারা জানান, প্রকাশ্যে মাদক কেনাবেচায় আমাদের পুরুষরা মাদক খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিকমতো সংসার চালাতে অক্ষম। যাই উপার্জন করে তা মাদক খেয়ে শেষ করে ফেলে । আমাদের সংসার তো চলে না। আপনারা এ ব্যাপারে লেখালেখি করেন। যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পরে। এই এলাকাটা মাদকে ভরে গেছে। এলাকায় কিছু নতুন মাদক ব্যবসায়ীর আবির্ভাব ঘটেছে তারা মাদক ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। ধ্বংস হচ্ছে আমাদের পুরুষরা।
অফিস: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, হাজী সোনামিয়া মার্কেট, উত্তর সাইনবোর্ড।
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net