সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবে শীতকালীন পিঠা উৎসবে এসেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান। হীরাঝিল আবাসিক এলাকায় আল-হেরা টাওয়ারে সাংবাদিক কার্যালয়ে সোমবার রাত ৮ টায় এ পিঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের উপদেষ্টা মোশতাক আহমেদ শাওন, এ্যাডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও গ্লোবাল টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, মুসলিম টাইমস এবং দৈনিক এশিয়াবানীর স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল, সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক ও দৈনিক আমার সংবাদের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আমির হোসেন, সিএনএন বাংলা টিভির পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমানের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম নিশান, দৈনিক ভোরের পাতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম আহমেদ, ভোরের সমাচারের স্টাফ রিপোর্টার সম্রাট আকবর, বাংলাদেশ সমাচারের ফারুক হোসেন সহ আরো গনমাধ্যমকর্মীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ প্রতিনিধি মনজুর আহমেদ অনিক, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম ও আব্দুল হক।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। সাংবাদিকদের লিখুনীতে সমাজের অনেক কিছু পরিবর্তন ঘটে। তাই আপনারা যাচাই-বাচাই করে সংবাদ পরিবেশন করবেন এবং ভুল সংবাদের কারনে মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন হতে হয়। পেশাদার সাংবাদিকদের পাশে আমি সবসময় আছি। যে কোন বিষয়ে আপনারা আমাকে অবগত করবেন।