নিজস্ব প্রতিবেদক সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বার বলেন, আমাদের কোন সোর্সের প্রয়োজন নাই। জনগণই আমাদের সোর্স, জনগণই আমাদের তথ্য দাতা।পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভাবনা, যদি জনগণ পুলিশকে সহযোগিতা না করে। তাই জনগণকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে মাদক নিয়ন্ত্রন করতে চাই।পুলিশের সেবা জনগণের কাছে পৌছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এ বিট পুলিশিং এর কার্যাক্রম হাতে নিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ১০’টি ওয়ার্ডের বিট পুলিশিং কার্যালয়কে আপনারা ১০’টি উপ থানা হিসেবে মনে করবেন।আপনারা এলাকার যে কোন সমস্যার বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন, আপনার পরিচয় শতভাগ গোপন থাকার নিশ্চয়তা থাকবে। সিদ্ধিরগঞ্জের দুটি বিট পুলিশিং কার্যালয়ে অনষ্ঠিত এক মতিবিসিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নাসিক ৩নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয় ও ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী আলিফ টাওয়ার এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।নাসিক ৩নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যলয়ের বিট ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী বিট ইনচার্জ আব্দুর রহিম(পিপিএম)’র সঞ্চলনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মশিউর রহমান পিপিএম বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ। মত বিনিময় সভায় নাসিক ৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন। অপরদিকে নাসিক ১নং ওয়ার্ডের সহকারী বিট ইনচার্জ এসআই মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মশিউর রহমান পিপিএম বার।বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শরিফ আহমেদ, সাংবাদিক রাশেদ উদ্দিন ফয়সাল, এম এ শাহীন, সমাজ কর্মী সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, আমির হোসেন, উজ্জল হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।